কাবুলের কূটনৈতিক এলাকায় বিস্ফোরণ

Kabul Explosionআফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় একটি ফরাসি রেস্টুরেন্টকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। ওই রেস্টুরেন্টটি আফগান কর্মকর্তা ও দেশটিতে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের কাছে বেশ জনপ্রিয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে একজন আফগান পুলিশ কর্মকর্তা জানান, ওই হোটেলটির নাম লে জারডিন। কাবুলে বিদেশিদের কাছে জনপ্রিয় গুটিকয়েক রেস্টুরেন্টের মধ্যে এটি একটি।

আফগানিস্তানে সম্প্রতি এ ধরনের হামলা বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগেই কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী হামলা চালায় আফগান তালেবান। ওই হামলায় নিহত হন একজন। আহত হন ৩৩ জন। সূত্র: রয়টার্স।

/এমপি/