মিয়ানমারের সেনা সংশ্লিষ্ট বিনিয়োগ ত্যাগের ঘোষণা সিঙ্গাপুরের ব্যবসায়ীর

সিঙ্গাপুরের এক বিখ্যাত ব্যবসায়ী জানিয়েছেন, মিয়ানমারে সেনাবাহিনী সংশ্লিষ্ট তামাক কোম্পানিতে বিনিয়োগ প্রত্যাহার করবেন তিনি। গত সপ্তাহে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর তিনি এই ঘোষণা দিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

হংকংয়ে নিবন্ধিত গেমিং গোষ্ঠা র‍্যাজার-এর সহ প্রতিষ্ঠাতা লিম কালিং। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, আরএমএইচ সিঙ্গাপুর লিমিটেডের মাধ্যমে ভার্জিনিয়া টোবাকো কোম্পানিতে তার বিনিয়োগ রয়েছে। মিয়ানমারের এই কোম্পানির ৪৯ শতাংশের মালিকানা তার রয়েছে।

ভার্জিনিয়া টোবোকোর বাকি মালিকানা মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের। ২০১৯ সালের জাতিসংঘ প্রতিবেদন অনুসারে, মিয়ানমারের সেনাবাহিনী যে দুটি শিল্প গ্রুপ পরিচালনা করে এটি সেগুলোর একটি।

লিম কালিং বলেন, মিয়ানমারের সাম্প্রতিক ঘটনা আমাকে বড় উদ্বেগে ফেলেছে।

তিনি জানান, আরএমএইচ থেকে নিজেকে প্রত্যাহারের যৌক্তিক কারণ খুঁজছেন। তবে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি।

১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের বিদেশি বিনিয়োগকারীরা নজরদারির আওতায় এসেছেন। জাপানের পানীয় কোম্পানি কিরিন হোল্ডিংস গত সপ্তাহে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত কোম্পানির সঙ্গে বিয়ারের চুক্তি বাতিল করেছে।