জামিন পেলেন কবি ও অ্যাক্টিভিস্ট ভারাভারা রাও

অবশেষে জামিন পেলেন তেলেগু কবি ও অ্যাক্টিভিস্ট ভারভারা রাও। ভীমা–কোরেগাঁও মামলায় ৮২ বছরের অশীতিপর এই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছিল। এর আগে একাধিকবার তার জামিন আবেদন খারিজ হয়েছে। অবশেষে সোমবার তাকে ৬ মাসের জন্য সাময়িক জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কবির শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বোম্বে হাইকোর্ট এই জামিন মঞ্জুর করেছে। তবে মুম্বাই ছেড়ে যেতে পারবেন না ভারাভারা রাও। তদন্তের স্বার্থে তাকে ডাকা হলে হাজিরাও দিতে হবে। যদিও আবেদন করলে শারীরিকভাবে হাজিরা দেওয়ার ক্ষেত্রে তাকে ছাড় দেওয়া হতে পারে বলেও জানিয়ে দিয়েছে আদালত।

সোমবার বিচারপতি এসএস শিন্ডে এবং বিচারপতি মনীশ পিটালে ভারাভারা রাওয়ের জামিন মঞ্জুর করেন। এসময় বিচারকরা বলেন, বিচারাধীন ব্যক্তির যা শারীরিক, অবস্থা তাতে আমাদের মনে হয়েছে তাকে আর জেলে রাখার অর্থ হয় না। তাই সংশ্লিষ্ট ব্যক্তির জামিন মঞ্জুর করা হলো।

২০১৮ সালে মাওবাদী ঘনিষ্ঠতা এবং নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারাভারা রাওকে গ্রেফতার করেছিল পুলিশ! তার বিরুদ্ধে কঠোরতম সন্ত্রাস-দমন আইন প্রয়োগ করে এনআইএ।

গত বছরের শেষে জেলে থাকার সময়ে কবি ভারাভারা রাওয়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি শুরু হয়। করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন তিনি। ওই সময়েই শারীরিক অবনতির বিষয়টি কারণ হিসেবে দেখিয়ে তার জামিনের আবেদন করতে শুরু করেন আইনজীবী ও তার পরিবারের সদস্যরা।

তার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তেলেগু কবির জামিনের আবেদনের শেষ শুনানি হয়েছিল গত ১ ফেব্রুয়ারি।