যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এ তথ্য জানিয়েছেন।

সাঈদ খাতিবজাদেহ বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান। এই সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের সাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে।

খাতিবজাদেহর এ বক্তব্যের কিছুক্ষণ আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দুই পশ্চিমা কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান পরমাণু সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে বাকি পাঁচ পক্ষের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরানের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ।

পরমাণু সমঝোতার তিন ইউরোপীয় শরীক ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য গত সপ্তাহে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতার ভবিষ্যত নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল। তবে রবিবার সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘জো বাইডেন ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের নীতি-অবস্থানে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। বাইডেন প্রশাসন যে শুধু সাবেক ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতি অনুসরণ করে যাচ্ছে তাই নয়; সেই সঙ্গে পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ব্যাপারে নিজেদের করণীয়ও ঠিক করেনি।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য নতুন করে কোনও দর কষাকষির প্রয়োজন নেই। কারণ, দর কষাকষি যা করার পাঁচ বছর আগেই করা হয়ে গেছে।

খাতিবজাদেহ বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। এজন্য কোনও ধরনের আলোচনা বা নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাব পাসের প্রয়োজন নেই।’ সূত্র: পার্স টুডে।