‘মিয়ানমারের  অনেক নাগরিক ভারতে আশ্রয় চাইছে’

মিয়ানমারের অনেক নাগরিক দেশটির রাজনৈতিক বিশৃঙ্খলা এড়াতে পালিয়ে ভারতে আশ্রয় নিতে চাইছে। শনিবার ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে অন্তত ৫০ জন সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষমাণ আছেন আরও বেশ কয়েকজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের এক সিনিয়র কর্মকর্তা জানান, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে মিয়ানমারের ৮ পুলিশ সদস্যসহ অন্তত ৪৮ জন প্রবেশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ভারতে প্রবেশের জন্য আন্তর্জাতিক সীমান্তে অন্তত ৮৫ জন বেসামরিক নাগরিক অপেক্ষায় আছে।

১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে সামরিক সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। বিক্ষোভে গুলিতে এখন পর্যন্ত অর্ধশতাধিক নিহতেরে কথা জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যারা মিয়ানমারের সীমান্ত অতিক্রম করা পুলিশ ও কর্মকর্তারা সামরিক শাসকদের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ ভারতের কাছে ৮ পুলিশ সদস্যকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পালিয়ে আসা পুলিশ সদস্যদের ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মিয়ানমারের পাঠানো চিঠি ও সীমান্ত পার হয়ে আশ্রয় নেওয়াদের বিষয়টি মিলিয়ে খতিয়ে দেখা হচ্ছে।