কোভিশিল্ডের 'শেল্ফ লাইফ' বাড়ানোর প্রস্তাব খারিজ করলো ডব্লিউএইচও

কোভিশিল্ড ভ্যাকসিনের 'শেল্ফ লাইফ' ছয় থেকে নয় মাস বাড়ানোর জন্য ভারতের সেরাম ইন্সটিটিউটের প্রস্তাব খারিজ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পর্যাপ্ত তথ্য না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

সূত্র জানায়, এই বিষয়ে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে একটি বৈঠক আয়োজনের পক্ষে মত দিয়েছে।

ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই কোভিশিল্ডের 'শেল্ফ লাইফ' উৎপাদনের তারিখ হতে ছয় থেকে নয় মাস পর্যন্ত বাড়িয়েছে। ভারতীয় এই সিদ্ধান্তের পর ডব্লিউএইচও সেরামের প্রস্তাব খারিজ করলো।

'শেল্ফ লাইফ' কোনও ভ্যাকসিন কত দিন পর্যন্ত ব্যবহার উপযোগী থাকে সেটির সময়ের ব্যাপ্তি। যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রকের ২২ ফেব্রুয়ারির হালনাগাদ তথ্য অনুসারে, অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের 'শেল্ফ লাইফ' হলো ছয় মাস। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিনটি ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন ও বাজারজাত করছে সেরাম ইন্সটিটিউট।

ফেব্রুয়ারিতে এক চিঠিতে সেরামকে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানায়, কোভিশিল্ড ভ্যাকসিনের একাধিক ডোজের কাঁচের ভায়ালে 'শেল্ফ লাইফ' ছয় থেকে নয় মাস পর্যন্ত বাড়াতে তাদের কোনও আপত্তি নাই।

ডিসিজিআই-এর এই সিদ্ধান্তের ফলে ভ্যাকসিনের অপচয় কমিয়ে আনতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহযোগিতা করবে।