মিয়ানমারে এবার জান্তার নিশানায় স্বাস্থ্যকর্মীরা

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে জান্তার দমন-পীড়ন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার মান্দালয়ে দেশটির স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালিয়েছে নিরাপত্তাবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে কয়েকজন নিহতের কথা বলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

মিয়ানমারের পরিস্থিতি পুরোপুরিভাবে সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছে জাতিসংঘ। বুধবার এক বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট এই সতর্কবার্তা উচ্চারণ করেন। একদিন পরই দেশটিতে স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলা হলো।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর মঙ্গলবার পর্যন্ত সরকারি বাহিনীর হাতে কয়েক ডজন শিশুসহ ৭১৪ জন নিহত হয়েছে। আটক করে রাখা হয়েছে হাজার হাজার মানুষকে। তবে জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন এ সপ্তাহে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা ২৪৮ বেসামরিক এবং ১০ পুলিশ সদস্য নিহতের ঘটনা রেকর্ড করেছে।

মিয়ানমারে নববর্ষের সপ্তাহ চলছে। তবে এবার এই সপ্তাহ উদযাপন না করে সেনাশাসনের বিরুদ্ধে গর্জে উঠছেন গণতন্ত্রকামীরা। সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছেন তারা। এবার সেই আন্দোলনের মুখ হয়ে উঠছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। আর তাদের রুখতে মরিয়া বাহিনীও।

স্থানীয় বার্তা সংস্থা মিজিমা জানায়, মান্দালয়ে প্রতিবাদ মিছিল চলাকালীন এলাকা ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় এলোপাতারি গুলি, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কতজনের মৃত্যু হয়েছে বা কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসির বার্মিজ সার্ভিসও।

গত সপ্তাহ থেকে মিয়ানমারের জান্তাবিরোধী বিক্ষোভ নতুন মোড় নিয়েছে। এখন পালটা প্রতিরোধ গড়ে তুলছেন বিক্ষোভকারীরা। সেনাবাহিনী ও নিরাপত্তাবাহিনী লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালাচ্ছেন তারাও।

রবিবার সকালে মান্দালয়ের মায়াদি ব্যাংকের বাইরে একটি বিস্ফোরণ ঘটে। সেখানে এক নিরাপত্তাকর্মী গুরুতর জখম হন। মায়াদি ব্যাংকের বাইরে বিস্ফোরণ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এই ব্যাংকটি পরিচালনা করে দেশটির সেনাবাহিনী। এই ব্যবসা থেকেই মোটা টাকা আয় করে তারা। এর মাঝেই ব্যাংকটির সবচেয়ে বড় শাখার সামনে বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে সে দেশের সেনাবাহিনী। বিস্ফোরণে হতাহতের খবর না মিললেও গোটা এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।