নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প

নেপালে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ভোরে এই ভূমিকম্পের মাত্রা ছিলো রিকটার স্কেলে ৫.৮। রাজধানী কাঠমান্ডু থেকে ১১৩ কিলোমিটার উত্তর পশ্চিমে ছিলো এর উৎপত্তিস্থল।

ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভূতাত্ত্বিক ড. লোকবিজয় অধিকারী জানান নেপালের লামজং জেলার ভুলভুলেতে মাটির ৩৫ কিলোমিটার নিচে ছিলো ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই ভূমিকম্প হয়। উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকার বাসিন্দারা এর তীব্রতা টের পান। কিছু জায়গায় আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। কম্পন কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যায়।