পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে থাকতে পারেন জাওয়াহিরি

আল কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরি সম্ভবত জীবিত আছেন। তিনি হয়তো আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করছেন। সেখানে দলের আরও একদল নেতা তার সঙ্গে রয়েছেন। ৪ জুন শুক্রবার জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

এমন সময়ে এ প্রতিবেদন প্রকাশিত হলো যার  ক’দিন আগেই অসুস্থতার কারণে আয়মান আল জাওয়াহিরির মৃত্যু হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদার উল্লেখযোগ্য একটি অংশ আফগান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। জাওয়াহিরিও এই দলে রয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে। তবে শারীরিক অবস্থা এতটাই নাজুক যে তার পক্ষে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

জাতিসংঘ বলছে, আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানদের সঙ্গে জড়িত বিপুল সংখ্যক আল কায়েদা সন্ত্রাসী এবং অন্যান্য বিদেশি সন্ত্রাসী অবস্থান করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।