লস্কর ই তইয়্যেবা নেতার বাড়ির কাছে বিস্ফোরণ, নিহত ৩

পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী লস্কর ই তইয়্যেবার (এলইটি) প্রতিষ্ঠাতার বাড়ির কাছে এক বিস্ফোরণে অন্তত তিন জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে। পূর্বাঞ্চলীয় লাহোর শহরের জোহার টাউন এলাকায় বুধবার এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ প্রধান ইনাম ঘানি। ওই বাড়িটি এলইটি প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সায়িদের মালিকানাধীন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

হামলার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা ইনাম ঘানি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলের দায়িত্ব পুরোপুরিভাবে হাতে নিয়েছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।’ কি ধরনের বিস্ফোরক ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে তা তারাই নির্ধারণ করবে বলে জানান তিনি। ইনাম ঘানি জানান, এই হামলার লক্ষ্যবস্তু ছিলো একটি পুলিশ চেকপোস্ট।

পাকিস্তান ও জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তইয়্যেবা। এর প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সায়িদের বাড়ি ঘটনাস্থলের খুব কাছে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে ঘটনাস্থলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

২০০৮ মালে মুম্বাই হামলার জন্য এলইটি প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সায়িদকে দায়ী করে থাকে ভারত উ যুক্তরাষ্ট্র। তবে এই দায় অস্বীকার করে থাকেন হাফিজ। বর্তমানে তিনি জামাত উদ দাওয়া নামে একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন তিনি। তবে পাকিস্তান ও জাতিসংঘ এই দাতব্য গোষ্ঠীটিকে এলইটির একটি শাখা হিসেবেই দেখে থাকে।

সন্ত্রাসবাদে অর্থায়নের মামলায় গত বছর পাকিস্তানে দোষী প্রমাণিত হন হাফিজ মোহাম্মদ সায়িদ। জামাত উদ দাওয়ার এক মুখপাত্র জানিয়েছেন, সায়িদ বর্তমানে কারাগারে রয়েছেন ফলে বুধবার তার হামলার শিকার হলেও সেখানে ছিলেন না তিনি।