পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আফগানিস্তানের রাষ্ট্রদূতের মেয়ে অপহরণের পর নির্যাতনের শিকার হয়েছেন। রাষ্টদূতের কন্যা সিলসিলা আলিখিল বাড়ি ফেরার পথে একদল অজ্ঞাত হামলাকারী তাকে কিছুক্ষণের জন্য অপহরণ এবং নির্যাতন করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ২৬ বছর বয়সী সিলসিলা আলিখিল পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিলের কন্যা। শুক্রবার সে নির্যাতন হয় বলে শনিবার এক বিবৃতিতে জানায় আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এ ঘটনায় ইসলামাবাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অপহরণকারীদের হাত থেকে ছাড়া পাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এমন ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে আফগান সরকার। একইসঙ্গে পাকিস্তানে থাকা আফগান কূটনীতিকদের সুরক্ষা নিশ্চিতেরও আহ্বান জানানো হয়েছে।

আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না। এর মধ্যেই রাষ্ট্রদূতের মেয়েকে লাঞ্চিতের অভিযোগের খবর বের হলো।