বিমানবন্দরেই করোনার বিশাল হাসপাতাল

সংকট কাটিয়ে উঠতে বিমানবন্দরের গুদাম ঘরকে বিশাল হাসপাতালে পরিণত করেছে থাইল্যান্ড। রাজধানীর একটি বিমানবন্দরের গুদাম হাউজে ১৮শ’ শয্যার অস্থায়ী হাসপাতাল গড়ে নজির স্থাপন করেছে দেশটি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

করোনার ধাক্কায় থমকে গেছে থাইল্যান্ডের জনজীবন। অনেকেই থাইল্যান্ডকে করোনার কেন্দ্রবিন্দু বলছে। ডেল্টার প্রকোপসহ স্থানীয় ভ্যারিয়েন্টেও আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। হাসপাতালগুলোতে রোগীদের তিল ধারণের ঠাঁই নেই। বেডের জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন আক্রান্তরা। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।

করোনায় আক্রান্ত রোগীদের চাপ সামাল দিতে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে আঠারশো শয্যার একটি ফিল্ড হাসপাতাল গড়ে তুলেছে সরকার। এতে পর্যাপ্ত রোগী সেবা পাবে বলে আশা করা যাচ্ছে।

হাসপাতালের পরিচালক রেইনথং নান্না জানান, ফিল্ড হাসপাতাল একসঙ্গে অনেক রোগী চিকিৎসা নিতে পারবেন। যেসব রোগীর অবস্থা স্থিতিশীল তাদের এখানে চিকিৎসা দেওয়া হবে। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে।

থাইল্যান্ডে টিকা সংকটের কারণে মাত্র ৫ শতাংশ মানুষকে পুরোপুরি ভ্যাকসিনের আওতায় আনা গেছে। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার মানুষ কোভিডে মারা গেছেন।