যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার মহড়া, কিমের বোনের সতর্কবার্তা

সম্পর্কোন্নয়নের মধ্যেই দক্ষিণ কোরিয়াকে সতর্ক করলো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনের মাসে সামরিক মহড়ায় অংশ নিলে সিউলের সঙ্গে ফের সম্পর্কের অবনতি ঘটবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং।

দুই কোরিয়ার মধ্যে নতুন করে সম্পর্ক স্থাপনে সম্প্রতি হটলাইন চালু করেছে সিউল ও পিয়ংইয়ং। ভাবা হচ্ছিল সামরিক উত্তেজনা পেছনে ফেলে শান্তির পথে হাটছে এই দু’দেশ। দুই কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক খুব একটা ভালো না হলেও সম্পর্কোন্নয়নে আলোচনা চলছিল শীর্ষ পর্যায়ে।

এর মধ্যেই আগামী মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্ষিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া। আর এতেই সিউলকে সতর্ক করছে পিয়ংইয়ং। স্থানীয় সময় রবিবার দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো সাফ জানিয়ে দিয়েছেন, সামরিক মহড়ায় অংশ নেওয়া মানে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি ডেকে আনা।

কিম ইয়ো বলেন, কিছুদিন ধরে আমি অপ্রত্যাশিত খবর পাচ্ছি। শুনেছি দ. কোরিয়া এবং মার্কিন সামরিক সদস্যরা মহড়ার প্রস্তুতি নিচ্ছে। এমন কিছু সত্যিই ঘটে থাকলে সিউলের সঙ্গে সম্পর্ক খুবই খারাপের দিকে যাবে’।

তিনি আরও যোগ করেন, ‘আমাদের সরকার এবং সেনাবাহিনী গভীরভাবে দক্ষিণ কোরিয়াকে পর্যবেক্ষণ করবে। তারা কোন ধরনের সামরিক কার্যক্রমে অংশ কিংবা কোন সাহসী পদক্ষেপ নেয় কিনা’।

কিম ইয়ো জংকে তার ভাই ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে মানা হয়। দেশটির রাজনৈতিক অনেক সিদ্ধান্ত কিমের বোনকেই নিতে দেখা যায়। অধিকাংশ গুরুত্বপূর্ণ বৈঠকে কিমের সঙ্গে ইয়োর উপস্থিতি চোখে পড়ার মতো।