আফগানিস্তানের লাখো মানুষ যুদ্ধের কবলে, 'গভীর উদ্বেগ' জাতিসংঘের

ইরানের পশ্চিম সীমান্তের কাছে হেরাত, লস্কর গাহ, এবং দক্ষিণ কান্দাহারে তুমুল লড়াই চলছে তালেবান এবং আফগান বাহিনীর মধ্যে। গুরুত্বপূর্ণ শহরগুলো নিয়ন্ত্রণে রাখতে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে আফগানিস্তানের হাজারো কমান্ডো। সংঘাতময় পরিস্থিতিতে সেখানকার বাসিন্দারা চরম ঝুঁকির মুখে রয়েছে বলে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে জাতিসংঘ।

হেলমান্দ প্রদেশের লস্কর গাহ শহরে গত কয়েক দিন আফগান বাহিনীর বিরুদ্ধে লড়ছে সশস্ত্র তালেবান গোষ্ঠী। মূলত শহরটি নিজেদের আয়ত্তে রাখতেই লড়াই চালাচ্ছে গোষ্ঠীটি। মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের শেষ দিকেই ক্ষমতার দখলে রক্তপাত শুরু হয়েছে আফগানিস্তানে। নিজেদের শাসন প্রতিষ্ঠাতা করতে প্রবল হামলা চালিয়ে একের পর এক জেলা দখলে নিচ্ছে তালেবান।

সংঘর্ষ বাড়তে থাকায় হেলমান্দ প্রদেশের দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ আটকা পড়তে পারে, বুধবার এমন শঙ্কা জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিখ। তিনি বলেন, চলতি বছর সংঘাত শুরুর পর প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আর ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৫০ লাখ মানুষ গৃহহীন অবস্থায় বলে উদ্বেগ জানান তিনি।

এদিন দুজারিখ বলেন, ‘লস্কর গাহের বেসামরিক লোকদের নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। যুদ্ধের কবলে পড়ে সেখানকার কয়েক লাখ বাসিন্দা আটকা পড়তে পারে’। 

হেলমান্দ এবং কান্দাহারে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের মাত্রা তীব্রতর হয়েছে। এতে বেসামরিক হতাহত যেমন বাড়ছে ধ্বংস্তূপে পরিণত হচ্ছে বহু ঘর-বাড়ি। আহতদের চাপে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে উল্লেখ করেন জাতিসংঘের এই মুখপাত্র।