ভারী বর্ষণে বিপর্যস্ত এলাকায় ত্রাণ সরবরাহের নির্দেশ কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটিতে ভারী বর্ষণে বিপর্যস্ত এলাকাগুলো ত্রাণ সরবরাহের জন্য সেনাবাহিনীকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এখবর জানিয়েছে। বৃষ্টির কারণে উত্তর কোরিয়ার কয়েকটি এলাকায় অর্থনৈতিক সংকট ও খাদ্য স্বল্পতা দেখা দিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশন একটি জরুরি বৈঠকে মিলিত হয় বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি নিরূপণ করে।

গত মাসে কোরীয় উপদ্বীপে আগাম বৃষ্টিপাত দেখা দেয়। এতে টানা ভারী বর্ষণের ফলে দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উত্তর কোরিয়ার টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, হ্যামগিয়ং অঞ্চলে অনেক বাড়ি পানিতে তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ও রেলপথ। ১ হাজার ১৭০টি বাড়ি ধ্বংস এবং ৫ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

সামরিক কমিশনের বৈঠকে উপস্থিত ছিলেন না কিম। তবে দলের কর্মকর্তারা বৈঠকে তার বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, ত্রাণ কাজে সেনাবাহিনীর অংশগ্রহণ করা উচিত এবং অঞ্চলটিতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা প্রয়োজন।

বৈঠকে দলের কর্মকর্তাদের সক্রিয় হওয়ার আহ্বানও জানানো হয়েছে।