এখনও কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে চায় তুরস্ক: এরদোয়ান

আফগানিস্তানে তালেবান শাসনেও কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে তুরস্ক এখনও প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার পরেই কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিল তুরস্ক। কিন্তু সম্প্রতি তালেবান কাবুল দখল করার পর তুরস্কের এ প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দেয়। তালেবান জানিয়েছে, তারা দেশে কোনও বিদেশি সেনা চায় না।

বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এরদোয়ান জানান, তুরস্ক এখনও বিমানবন্দরটি পরিচালনায় আগ্রহী। তিনি বলেন, তালেবান সারাদেশ নিয়ন্ত্রণ করবে। আমাদের সামনে নতুন এক পরিস্থিতি হাজির হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, নতুন এই বাস্তবতা অনুসারে আমরা নিজেদের পরিকল্পনা করছি।

এরদোয়ান জানান, তালেবান নেতাদের সঙ্গে আলোচনার জন্য তিনি প্রস্তুত। তার কথায়, যেকোনও সহযোগিতায় আমরা রাজি। তালেবান নেতারা তুরস্কের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুবই সংবেদনশীল।