কাবুলে ইউক্রেনের উদ্ধারকারী উড়োজাহাজ ছিনতাই, গন্তব্য ইরান

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ইউক্রেনের একটি উদ্ধারকারী উড়োজাহাজ ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন বিষয়টি নিশ্চিত করেছেন। প্লেনটি ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিমানটিতে আফগানিস্তান থেকে উদ্ধারকৃত ইউক্রেনের নাগরিকরা ছিলেন বলে জানা গেছে। আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে গত সপ্তাহে এটি কাবুলে পাঠিয়েছিল কিয়েভ। কিন্তু অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এটি ছিনতাই করে ইরানে নিয়ে যায়। উড়োজাহাজটিতে ৮৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রবিবার ছিনতাই হলেও মঙ্গলবার সশস্ত্র ব্যক্তিরা এটি ইরানে নিয়ে যায়। তবে তেহরানের পক্ষ থেকে এ ধরনের খবর পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে। ইরান বলছে, তাদের দেশে এ ধরনের কোনও বিমান নিয়ে যাওয়া হয়নি। প্রশ্ন উঠছে, বিমানটির রবিবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার কেন সেটির কথা সামনে আনলো ইউক্রেন?

মোট তিন দফায় ইউক্রেনের নাগরিকদের দেশে ফেরানোর কথা। তার মধ্যে একটি বিমান ফিরেছে। এটি ছিল দ্বিতীয় বিমান। এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। এর নেপথ্যে কারা রয়েছে সেটিও স্পষ্ট নয়।

কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে রয়েছে ন্যাটো বাহিনী। তারাও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিমান অপহরণের কথা জানায়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশার পাশাপাশি কাবুলে থাকা বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: জি নিউজ।