আফগানিস্তানে মাত্র এক সপ্তাহের চিকিৎসা সরঞ্জাম রয়েছে: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও সতর্ক করেছে, আফগানিস্তানে আর মাত্র এক সপ্তাহের চিকিৎসা সরঞ্জাম রয়েছে। কাবুল বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় দেশটিতে চিকিৎসা সহায়তা পৌঁছাতে পারছে না। ফলে চিকিৎসা সরঞ্জামাদির সংকটে তালেবানের অধীনে থাকা দেশটি।

সংস্থাটির আঞ্চলিক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে বাণিজ্যি ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে পারছে না। জরুরি চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দেবে। এ অবস্থায় সামরিক বিমানগুলোকে গতিপথ বদলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গুদাম হয়ে কাবুলে যাওয়ার পরামর্শ দিচ্ছে ডব্লিউএইচও।

আফগান শরণার্থী ও বিদেশিদের আনতে যাওয়া খালি বিমানগুলোতে চিকিৎসা সামগ্রী নিয়ে যেতে পারবে। এছাড়া আফগানিস্তানে সহায়তা পাঠাতে বিকল্প পথও খোঁজছে জাতিসংঘের এই সংস্থাটি।

এর মধ্যেই আফগানিস্তানে করোনার সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। করোনা পরীক্ষার হার ৭৭ শতাংশ কমে গেছে। তবে এখনও আফগানিস্তানের ৯৫ শতাংশ স্বাস্থ্য সুবিধা চালু আছে। কিন্তু নারী কর্মীরা কাজে ফিরতে পারেনি। তালেবানের ভয়ে এখনও ঘরে থাকছেন তারা। অনেকে দেশ ছেড়ে পালাচ্ছেন।