তালেবানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের বিশ্বাসযোগ্য খবর রয়েছে: জাতিসংঘ

আফগানিস্তানে তালেবান সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করছে বলে বিশ্বাসযোগ্য খবর থাকার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেট। জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক বৈঠকে তিনি বলেন, তালেবানের বিরুদ্ধে অন্য মানবাধিকার হরণের যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে নারীদের উপর বিধিনিষেধ আরোপ এবং শিশু সেনা নিয়োগ।

২০০১ সালের আগে তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতায় ছিলো তখন তারা ইসলামিক শরিয়া আইন কঠোরভাবে অনুসরণ করতো। গত ১৫ আগস্ট কাবুলের পতনের মধ্য দিয়ে গোষ্ঠীটি আবারও দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে।

তখন থেকেই গোষ্ঠীটি নিজেদের একটি উদারনৈতিক চিত্র উপস্থাপনের চেষ্টা করছে। নারী ও মেয়ে শিশুদের অধিকারের প্রতিশ্রুতির পাশাপাশি কিছুটা বাক স্বাধীনতার কথাও বলছে তারা।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, তালেবানের জন্য নারী অধিকার হতে হবে মৌলিক রেড লাইন। আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নিবেদিত কমিটি গঠন করতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।