ইরানে সফরে তালেবান নেতা বারাদার

তালেবানের উপনেতা মোল্লা আব্দুল গণি বারাদার মঙ্গলবার ইরান সফরে গিয়েছেন। সফরে তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইরানের সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করবে দলটি। কাবুল দখল করা গোষ্ঠীটির এক মুখপাত্রকে উদ্ধৃত করে আফগান সংবাদমাধ্যম টলো নিউজ এখবর জানিয়েছে।

তালেবান মুখপাত্র মোহাম্মদ নাঈম জানান, ইরানি কর্মকর্তার সঙ্গে বারাদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুই দেশের সম্পর্ক, আফগান শরণার্থী পরিস্থিতি এবং আফগানিস্তানের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আলোচনা করবে।

এ সফর নিয়ে মুখপাত্র এর বেশি বিস্তারিত কিছু জানাননি।

দেশ ত্যাগ করা আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি কাবুল ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়া দাবি করার একদিন পর বারাদারের নেতৃত্বে তালেবান প্রতিনিধি দলটি ইরান সফরে গেলো।