আইএস-এর আত্মঘাতী জঙ্গিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের

চূড়ান্ত সময়ে এসে আফগানিস্তানে আইএস-এর আত্মঘাতী জঙ্গিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়র্টাসকে বলেন, 'রবিবার বিমান হামলা চালানো হয়েছে। পশ্চিমা এবং তালেবানের উভয় শত্রুদের বিরুদ্ধেই হামলা পরিচালনা করা হয়'।

তালেবানের এক মুখপাত্র বলেছেন, কাবুল বিমানবন্দরে হামলা করতে যাওয়া এক আত্মঘাতী বোমা হামলাকারীর গাড়ি লক্ষ্য করে এই বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় কোনও বেসামরিক নাগরিক হতাহত হয়নি। আগামী কয়েক ঘণ্টায় আরও হামলা চালানো হতে পারে।

এদিকে রবিবার কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী রকেট হামলার খবর পাওয়া গেছে। এতে শিশুসহ দুইজন প্রাণ হারিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, বিমানবন্দরের উত্তর দিকে একটি বাড়িতে রকেটটি পড়ে। সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। ধারণা করা হচ্ছে, আফগান আইএস এই রকেট হামলায় জড়িত।

গত শুক্রবার কাবুল বিমানবন্দরের  বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোণ ঘটায় জঙ্গিগোষ্ঠীটি। এতে মার্কিন সেনাসহ ১৮০ জনের বেশি লোক প্রাণ হারান।