৩৩ হাজার ফুট উঁচুতে উদ্ধারকারী বিমানে সন্তান প্রসব আফগান নারীর

আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় যুক্তরাজ্যের একটি উদ্ধারকারী বিমানে শনিবার (২৮ আগস্ট) ভোরে কেবিন ক্রুদের সহায়তায় একজন আফগান নারী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এসময় বিমানটি ৩৩ হাজার ফুট উঁচুতে ছিল।

টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, ২৬ বছর বয়সী সোমান নুরি কাবুল থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যের বার্মিংহ্যামে যাচ্ছিলেন। দুবাই থেকে ফ্লাইটটি বার্মিংহ্যামে যাওয়ার পথে মধ্য আকাশেই তার প্রসব বেদনা শুরু হয়।

বিমানে কোনও ডাক্তার ছিলেন না। তখন কেবিন ক্রুদের সহায়তায় তিনি সন্তান প্রসব করেন। তিনি তার শিশু কন্যার নাম রেখেছেন হাভা, ইংরেজিতে ইভ।

এয়ারলাইন্সটি জানিয়েছে, মা ও শিশু দুজনেই সুস্থ আছে।

সোমান নুরির সঙ্গে একই ফ্লাইটে তার স্বামী তাজ মোহাম্মত (৩০) এবং তাদের আরও দুই শিশু সন্তান রয়েছে।

টার্কিশ এয়ারলাইন্স জানায়, অতিরিক্ত সতর্কতা হিসেবে এই ফ্লাইটটি কুয়েতে জরুরি অবতরণ করে। এরপর সেখান থেকে বার্মিংহ্যামে পৌঁছায় শনিবার স্থানীয় সময় দুপুর নাগাদ। সূত্র: বিবিসি বাংলা।