আফগানিস্তানের অর্থনীতি পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব রাশিয়ার

আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের পর বিদ্যমান পরিস্থিতিতে দেশটির অর্থনীতি পুনর্গঠনে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জমির কাবুলোভ এ আহ্বান জানিয়েছেন।

জমির কাবুলোভ বলেন, বিশ্বের সব ধনী দেশকে আফগানিস্তানের নতুন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বসতে হবে। অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এ ধরনের বৈঠকের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানের অর্থনীতি পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলনের অর্থ এই নয় যে, তালেবানকে তহবিল দিতে হবে। তবে দেশটির মুদ্রা ব্যবস্থাকে সহায়তার জন্য তহবিলের প্রয়োজন রয়েছে।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে যুক্তরাষ্ট্রে জমা থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় রিজার্ভ আটকে দেয় হোয়াইট হাউস। ওই রিজার্ভ ছাড় করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান কাবুলোভ। তিনি বলেন, পশ্চিমারা যদি আসলেই আফগান জনগণের ভাগ্য নিয়ে চিন্তিত হয়, তাহলে অবশ্যই আফগানিস্তানের স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়ে বাড়তি সমস্যা তৈরি করা উচিত নয়।

জমির কাবুলোভ বলেন, আফগানিস্তানের পতনশীল মুদ্রাকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই এসব সম্পদ ছাড় করতে হবে। তারা যদি সেটি না করে তাহলে কাবুলের নতুন প্রশাসন অবৈধভাবে আফিম পাচারের দিকে ঝুঁকে পড়বে। তারা আফগান বাহিনী ও যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্র কালোবাজারে বিক্রির প্রতি উৎসাহিত হবে।