আরেকটি ৯/১১-এর হুঁশিয়ারি পাকিস্তানি উপদেষ্টার, পরে অস্বীকার

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) মোয়িদ ইউসুফ ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমস এর সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্বকে একটি সাক্ষাৎকার দেন। গত ২৮ আগস্ট প্রকাশিত এই সাক্ষাৎকারে ইউসুফ পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেন, তালেবানকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া না হলে আরেকটি ৯/১১ হামলার ঝুঁকি রয়েছে। তবে পরে পাকিস্তানের এই উপদেষ্টা দাবি করেছেন, তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।

রবিবার মোয়িদ ইউসুফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট ‘তালেবানের সঙ্গে কাজ করুন অথবা ১৯৯০ দশকের ভয়াবহতার পুনরাবৃত্তি হবে, বলা হলো পশ্চিমকে’ শিরোনামের সাক্ষাৎকারটিতে ইউসুফকে ব্যাপক ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউসুফ এবং ল্যাম্বের মাঝে যে আলাপচারিতা হয়েছে তা থেকে প্রকাশিত সাক্ষাৎটি অনেক ভিন্ন। এ নিয়ে যুক্তরাজ্যের পাকিস্তান হাইকমিশন থেকে পত্রিকাটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

পুরস্কার জয়ী সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্ব দ্য সানডে টাইমসের প্রধান বৈদেশিক প্রতিনিধি। ওই সাক্ষাৎকারে মোয়িদ ইউসুফকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমার কথা চিহ্নিত করে রাখুন... নব্বই দশকের ভুল যদি আবারও করা হয় এবং আফগানিস্তানকে পরিত্যাগ করা হয়, তাহলে এর ফলাফলও একই হবে- একটা নিরাপত্তা শূন্যতা পূরণ করবে অনাকাঙ্ক্ষিত উপাদান, যারা পাকিস্তান, পশ্চিম সবাইকে হুমকিতে ফেলবে।’

যুক্তরাজ্যের শেষ সামরিক ফ্লাইট কাবুল ছাড়ার দিনেই প্রকাশিত হয় ওই সাক্ষাৎকারটি। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দুই সপ্তাহে যুক্তরাজ্য প্রায় ১৫ হাজার মানুষ দেশটি থেকে সরিয়ে নিয়েছে।