তালেবানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার দাবি ট্রাম্পের

আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এতো বাজেভাবে কিংবা অদক্ষতার সঙ্গে কোনও দেশ থেকে সেনা প্রত্যাহার করা হয়নি।

তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনী কয়েক বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেলে এসেছে। তালেবানকে অবশ্যই এসব ফেরত দিতে হবে। তারা যদি ফেরত দিতে অস্বীকার করে তাহলে বোমা মেরে তাদের উড়িয়ে দিতে হবে।

আফগানিস্তানের সামরিক বাহিনীকে তালেবানবিরোধী লড়াইয়ে দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্র কাবুলকে সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছিল। তবে তালেবান ক্ষমতা দখলের পর স্বভাবতই এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের নিয়ন্ত্রণ দলটির হাতে চলে যায়। এ নিয়ে নিজ দেশে সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: দ্য হিল, পার্স টুডে।