মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে আফগানিস্তান: জাতিসংঘ

আফগানিস্তানে মানবিক বিপর্যয়ের সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মঙ্গলবার বিবৃতিতে দেশটির অর্থনৈতিক, মানবিক এবং মৌলিক পরিষেবা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তালেবান গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের আগেই সরকারি বাহিনীর সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে গোষ্ঠীটির সংঘাত চলছিল। ফলে দেখা দিয়েছে বিপর্যয়। বহু মানুষ এখন বাস্তুচ্যুত।

এমন পরিস্থিতিতে মহাসচিব বলেন, ‘আফগানিস্তানের জনসংখ্যার অর্ধেকের জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। এদের সংখ্যা ১ কোটি ৮০ লাখ। তিনজনের একজন আফগান জানে না আরেক বেলার খাবার কীভাবে জুটবে। পাঁচ বছরের কম বয়সী বহু শিশু আগামী বছর তীব্র অপুষ্টিতে ভুগবে। দেশটির মানুষ প্রতিদিনই প্রয়োজনীয় মৌলিক সেবা হারাচ্ছে’।

৩০ আগস্ট দিবাগত রাতে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর এমন সতর্কবার্তা দিলেন অ্যান্তনিও গুতেরেস। আফগানদের সহায়তা করতে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।