তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে থাকবে না রাশিয়া

আফগানিস্তানে তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবে না রাশিয়া। শুক্রবার রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার জানিয়েছিলেন, তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রদূত পর্যায়ের কোনও কর্মকর্তা উপস্থিত থাকতে পারেন।

সূত্রের বরাতে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর দিনটিতে শপথ অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

দলটির সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান, ভারত ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজধানী কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর গত ৭ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঘোষণা করে তালেবান গোষ্ঠী।