তালেবানকে স্বীকৃতি না দিতে জাতিসংঘে আফগান দূতের আহ্বান

জাতিসংঘে নিযুক্ত আফগান দূত তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আশরাফ গণির উৎখাত হওয়ার সরকারের নিযুক্ত গুলাম ইসাকজাই এখনও জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন। বৃহস্পতিবার তিনি নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সদস্য দেশগুলোর প্রতি এ আহ্বান জানান।

গুলাম ইসাকজাই আহ্বান জানিয়েছেন তালেবান সরকারকে স্বীকৃতি না দিয়ে অন্তর্বর্তী মন্ত্রিসভায় স্থান পাওয়া নেতাদের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জন্য। একই সঙ্গে তিনি তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান।

নিরাপত্তা পরিষদে তিনি বলেছেন, সাম্প্রতিক বিক্ষোভ একটি দৃঢ় বার্তা দিচ্ছে। এতে আফগানিস্তানের সব ধরনের মানুষ যে চাপিয়ে দেওয়া স্বৈরতান্ত্রিক ব্যবস্থা মেনে নিচ্ছে না তা প্রমাণিত হয়েছে।

আফগান দূত বলেন, তাই আমি আপনাদের অংশগ্রহণমূলক ও জনগণের ইচ্ছায় আফগানিস্তানে কোনও সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত তালেবানকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের তালেবানের সঙ্গে সংলাপ জারি রাখা উচিত। তালেবান চায় স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও নিষেধাজ্ঞার প্রত্যাহার। এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে সুবিধাজনক অবস্থানে রেখেছে। সূত্র: বিবিসি