আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহার করবে পাকিস্তান

আফগানিস্তানের জন্য নিজের অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশ করেছে পাকিস্তান। ১০ সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত এই পরিকল্পনায় বলা হয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হবে পাকিস্তানি রুপিতে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।

প্রতিবেদনে দাবি করা হয়, তালেবান বাহিনী এবং গোয়েন্দা সংস্থায় নিজেদের প্রভাব বিস্তারের পর এবার আফগান অর্থনীতিও নিজেদের নিয়ন্ত্রণ পেতে চায় ইসলামাবাদ। তার অংশ হিসেবেই দ্বিপাক্ষিক বাণিজ্যে পাকিস্তানি রুপি ব্যবহারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগে দুই দেশের বাণিজ্য মার্কিন ডলারে হতো। উপরন্তু সেই সময় আফগান মুদ্রা আরও শক্তিশালী ছিল। কিন্তু ইসলামাবাদের নতুন এই নীতি বাস্তবায়িত হলে আফগান ব্যবসায়ীদের কাছে পাকিস্তানি মুদ্রার কদর বাড়বে।

এদিকে আফগানিস্তান ইস্যুতে বাস্তববাদী মনোভাব নিয়ে অগ্রসর হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।