বিক্ষোভকারীদের ওপর নৃশংস নির্যাতনে তালেবানের নিন্দায় জাতিসংঘ

আফগানিস্তানে ভিন্নমতালম্বীদের ওপর সহিংস পদক্ষেপের ঘটনা ক্রমে বাড়তে থাকায় তালেবানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, গত কয়েক দিনে চার বিক্ষোভকারীকে হত্যা করেছে তালেবান যোদ্ধারা।

গত ১৫ আগস্ট কাবুলের পতনের পর আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে তালেবানবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নারী অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আরও বৃহত্তর স্বাধীনতার দাবি তুলেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে তালেবান যোদ্ধারা লাঠি, বেত এবং তাজা গুলি ব্যবহার করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের বিবৃতিতে বলা হয়েছে, যারা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার চর্চা করছে এবং যেসব সাংবাদিক বিক্ষোভ কাভার করছে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ, বিনা বিচারে আটক অবিলম্বে বন্ধ করতে তালেবানের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।’

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র রাবিনা সামসাদিও বিক্ষোভকারীদের ওপর তালেবানের নিপীড়নের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই চরম অনিশ্চিত সময়ে রাজপথের আফগান নারী ও পুরুষদের কথা শোনাটা গুরুত্বপূর্ণ।