দুই দিনের মাথায় আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকেন বুধবার সমুদ্রে দুইটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দুই দিনের মাথায় এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দুইটি মধ্যাঞ্চলীয় একটি দ্বীপ থেকে কোরীয় উপত্যকার পূর্ব এলাকায় ছোড়া হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এনিয়ে আরও বিশ্লেষণ চলছে বলেও জানান তিনি। জেসিএস এর বিবৃতিতে বলা হয়েছে, ‘আমারাদের সেনাবাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় সহযোগিতা করছে।’

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার কঠোর নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদি সুগা। এই পদক্ষেপকে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে বর্ণনা করেন তিনি।

গত সোমবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তরফে বলা হয় এই ক্ষেপণাস্ত্রটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অস্ত্র।