মোদির বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি পাকিস্তানের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার তাকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ইসলামাবাদ।

২০১৯ সালে কাশ্মিরের রাজ্যের মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেওয়ার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই ঘটনার জেরে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয়নি। সেবার মোদি যুক্তরাষ্ট্র ও জার্মানি সফরে যাচ্ছিলেন।

এবার মোদির বিমান যুক্তরাষ্ট্র যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল ভারতের তরফে। পাকিস্তান এতে সম্মতি দিয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানেরও শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। ইসলামাবাদের তরফেও ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। ভারতও অনুমতি দিয়েছে।

২০১৯ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা ভারতীয় দূতাবাসকেও জানানো হয়েছে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন সংস্থার শরণাপন্ন হয় দিল্লি।