করোনায় মৃত্যু ‘স্বপ্নে নিরাময় পাওয়ার’ দাবি করা এলিয়ান্থা হোয়াইটের

কোভিড-১৯-এর বিরুদ্ধে সুরক্ষা দেয় এমন একটি তরল ওষুধ আবিষ্কারের দাবি করা শ্রীলঙ্কার এক আধ্যাত্মিক রোগ নিরাময়কারীর মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এলিয়ান্থা হোয়াইট নামের এই ওঝা তারকা খেলোয়াড় ও শীর্ষ রাজনীতিকদের ওই ওষুধ দিয়ে চিকিৎসা করেছেন। তার দাবি ছিল, তিনি স্বপ্নে এই নিরাময় পেয়েছেন। পরিবারের বরাত দিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

এলিয়ান্থা হোয়াইটের দাবি ছিল, নদীতে তার এই নিরাময় ঢেলে দিলে শ্রীলঙ্কা ও প্রতিবেশী ভারতে করোনাভাইরাস মহামারির ইতি ঘটবে। 

৪৮ বছর বয়সী এই ব্যক্তি এই মাসের শুরুতে ভাইরাসে আক্রান্ত হন। পরিস্থিতির অবনতি হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

করোনার বিরুদ্ধে তার এই ওষুধ কার্যকর বলে প্রকাশ্যে দাবি করেছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ান্নিয়ারাচ্চি। যদিও করোনায় আক্রান্ত হয়ে তাকেও দুই সপ্তাহ ইনটেনসিভ কেয়ারে থাকতে হয়েছিল।

বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেট তারকাকে চিকিৎসা দিয়ে আলোচনায় আসেন তিনি। কিন্তু তার এই চিকিৎসা মূলধারার চিকিৎসকরা প্রত্যাখ্যান করেছেন।  

২০১০ সালে ভারতের ক্রিকেট কিংবদন্তী সচিন টেন্ডুলকার প্রকাশ্যে তাকে ধন্যবাদ জানান। তখন টেন্ডুলকার বলেছিলেন, এই ব্যক্তি তার হাঁটুর জখম সারিয়ে তুলেছেন। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও স্বাস্থ্যগত পরামর্শ দিয়েছেন এলিয়ান্থা। তার মৃত্যুতে টুইটারে সমবেদনা জানিয়েছেন লঙ্কান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার কোভিড বিধি মেনে এলিয়ান্থা হোয়াইটের মরদেহ সমাহিত করা হয়েছে।