জাতিসংঘ সাধারণ অধিবেশনে পাকিস্তানকে এক হাত নিলেন মোদি

পাকিস্তানকে ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘তারা সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’ শনিবার জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। এ সময় মোদি বিশ্বে প্রতিক্রিয়াশীল চিন্তা ও চরমপন্থা বিকাশের ভয়াবহতার কথা তুলে ধরেন। ভারতের গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।   

জাতিসংঘের অধিবেশনে নরেন্দ্র মোদি বলেন, ‘যারা সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের মনে রাখা উচিত, তাদের নিজেদের জন্যও এটি সমানভাবে হুমকি তৈরি করবে।’ জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মির ইস্যু নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের পরদিন এমন ভাষণ দিলেন মোদি।

পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা লস্কর-ই-তৈয়বা ও জোইশ-ই-মোহাম্মদ-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত দিয়ে আসছে এবং বিষয়গুলো বারবার আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে ভারত। ৯/১১ হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনও পাকিস্তানেই পালিয়ে ছিল। ভারতের সঙ্গে বিরোধপূর্ণ লাইন অব কন্ট্রোলেও পাকিস্তানের বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে বলে ভারত অভিযোগ করে আসছে। ২০১৯ সালে বালাকোটে এমন এটি গ্রুপকে লক্ষ্য করে ভারত বিমান হামলা চালায়।

ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে এবং যেকোনও ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।   

আফগানিস্তান প্রসঙ্গে মোদি বলেন, ‘সেখানে সংখ্যালঘুদের সাহায্য প্রয়োজন। আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের সমুদ্র অধিক মূল্যবান। এই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে, অবহেলা করা যাবে না। সমুদ্র আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ। এই সম্পদের বিষয়ে যত্নশীল হতে হবে।’