তালেবান সরকারকে স্বীকৃতি আলোচনার টেবিলে নেই: রাশিয়া

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনও আমাদের আলোচনার টেবিলে নেই বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জাতিসংঘের ৭৬তম অধিবেশন চলাকালে সাইডলাইনে তালেবান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনও আমাদের বিবেচনায় নেই। এর আগে জাতিসংঘের অধিবেশনে তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে বিশ্বের প্রতি জোর আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নয়তো আফগানিস্তান সন্ত্রাসের ঘাঁটিতে পরিণত হওয়ার আশঙ্কা করে সতর্ক করেন তিনি।

এদিকে, আফগান সরকারের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দোহা ভিত্তিক মুখপাত্র সুহাইল শাহীনকে আফগানিস্তানের জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। জাতিসংঘে বিশ্বনেতাদের সামনে তাদের মনোনীত প্রার্থীকে ভাষণ দেওয়ার সুযোগ দিতে আহ্বান জানান মুত্তাকি। কিন্তু এবার আফগান প্রতিনিধি হিসেবে গুলাম এম. ইসাকজাইয়ের নাম তালিকাভুক্ত থাকায় শাহীন জাতিসংঘে বক্তব্য দিতে পারছেন না।