আফগানিস্তানের পাসপোর্ট, এনআইডি কার্ড পরিবর্তন করবে তালেবান

আফগানিস্তানের আগের সরকারগুলোর ইস্যু করা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) পরিবর্তনের ঘোষণঅ দিয়েছে তালেবান। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আগের এসব নথি বৈধ থাকবে।

তালেবানের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নতুন জারি করা পাসপোর্ট ও এনআইডিতে আফগানিস্তানের নতুন নাম হবে ইসলামি আমিরাত আফগানিস্তান।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আগের সরকারগুলোর জারি করা পাসপোর্ট ও এনআইডি বৈধ বলে বিবেচিত হবে।

স্থানীয় সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়েছে, আফগানিস্তানের পাসপোর্ট ও এনআইডি বিভাগ এখনও বন্ধ রয়েছে। শুধু যাদের বায়োমেট্রিক্স দেওয়া আছে তারা এসব নথি সংগ্রহ করতে পারবেন।

গত মাসে রক্তপাতহীনভাবে কাবুল দখলের পর আফগানিস্তানে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছে তালেবান। এরই মধ্যে তারা নারীবিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করে সেখানে পুণ্যের প্রচার ও পাপ দমন মন্ত্রণালয় স্থাপন করেছে। মাধ্যমিক পর্যায়ে মেয়েদের স্কুলে ফিরতে দেওয়া হয়নি, কর্মজীবী নারীদের ঘরে থাকতে বলা হয়েছে এবং অঙ্গ কর্তন ও মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস