আইএসের ভিডিওতে কণ্ঠ, যুক্তরাষ্ট্রে কানাডীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

জঙ্গিগোষ্ঠী আইএসের প্রপাগান্ডা ভিডিওতে কণ্ঠ দেওয়ার অভিযোগে কানাডার একজন নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন করা হয়েছে। সৌদি আরবে জন্মগ্রহণকারী মোহাম্মদ খলিফাকে ২০১৯ সালে সিরিয়া থেকে আটক করে কুর্দি মিলিশিয়া বাহিনী। এরপর তাকে এফবিআই-এর কাছে হস্তান্তর করা হয়।

৩৮ বছর বয়স্ক ওই ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার ভিডিওতে কণ্ঠ দেওয়ার অভিযোগ এনেছেন কৌঁসুলিরা। তারা বলছেন, অনুবাদক এবং ভিডিওতে নেপথ্য কণ্ঠ দেওয়ার আগে তিনি একজন আইএস যোদ্ধা হিসেবেও লড়াই করেছেন। সন্ত্রাসী সংগঠনকে সরঞ্জাম সহায়তা দেওয়ার অভিযোগে আগামী সপ্তাহে তাকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির করা হবে।

আটকের পর সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে খলিফা দাবি করেছিলেন, তিনি ছোটখাটো একজন যোদ্ধা ছিলেন এবং আইএসের শুধু নেপথ্য কণ্ঠদাতা হিসেবে তিনি কাজ করেছেন।

তার দাবি, যেসব ভয়াবহ ভিডিওতে তিনি নেপথ্য কণ্ঠ দিয়েছেন সেগুলো ভিডিও করা অথবা সেসব ঘটনার সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল না।

আইএসে যোগ দেওয়ার জন্য সিরিয়ার উদ্দেশ্যে ২০১৩ সালে কানাডা ছাড়েন খলিফা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ইংরেজি ও আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারার কারণে তিনি আইএসের প্রোপাগান্ডা দলের অন্যতম প্রধান সদস্যে পরিণত হন। বিচারে দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সিরিয়া ও ইরাকের বেশ কিছু এলাকা দখল করে নেওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া আইএসের বিভিন্ন অনলাইন ভিডিওতে শিরচ্ছেদ করা এবং অন্যান্য বর্বরতা দেখানো হতো। এর মাধ্যমে তারা সদস্য সংগ্রহের চেষ্টা করতো। তবে জঙ্গিদের দখলকৃত এলাকা হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গে এসব প্রপাগান্ডা ভিডিওর সংখ্যাও কমে আসে। সূত্র: বিবিসি।