‘ইসরায়েলি অপতৎপরতার ব্যাপারে রাশিয়াকে সজাগ থাকতে হবে’

ইসরায়েলি অপতৎপরতার ব্যাপারে রাশিয়াকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে ইরান। মঙ্গলবার রাশিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, মধ্য এশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ইসরায়েলের যে কোনও তৎপরতার ব্যাপারে রাশিয়া স্পর্শকাতরতা দেখাবে বলে তেহরান আশা করছে।

মঙ্গলবার রাতে মস্কো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল্লাহিয়ান জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে তিনি ককেশাস অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

মধ্য এশিয়ার মুসলিম দেশ আজারবাইজানের সঙ্গে সম্প্রতি উত্তেজনা বেড়েছে ইরানের। তেহরানের দাবি, আজেরি সরকার গোপনে ইসরায়েলি বাহিনীকে আশ্রয় দিয়েছে। তবে এমন অভিযোগ প্রত্যাখান করেছে বাকু। এর মধ্যেই মঙ্গলবার ইসরায়েলি অপতৎপরতার ব্যাপারে রাশিয়াকে সজাগ থাকার আহ্বান জানালো তেহরান।

মস্কো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ ককেশাস অঞ্চল ও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তিনি রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চান। এছাড়া তেহরান ও মস্কোর মধ্যকার কৌশলগত সম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা হবে। সূত্র: পার্স টুডে, রয়টার্স।