মারিয়া রেসা শান্তিতে নোবেল পাওয়ায় 'খুশি' দুয়ার্তে

শান্তিতে নোবেল জয়ে ফিলিপাইনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মারিয়া রেসাকে অভিনন্দন জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্ত। রেসা প্রথম কোনও ফিলিপাইনি বংশোদ্ভূত যিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন। 

গত (৮ অক্টোবর) মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ভূমিকার কারণে মারিয়া রেসা এবং রুশ সাংবাদিক দিমিত্রি মোরাতোভকে এই পুরস্কার ঘোষণা করা হয়। নোবেল কমিটি মনে করে, গণতন্ত্র এবং দীর্ঘমেয়াদি শান্তির পূর্ব শর্তই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা।

এক সাংবাদিক সম্মেলনে রেসাকে অভিনন্দন ফিলিপিন্সের প্রেসিডেন্ট’র কার্যালয়ের মুখ্পাত্র বলেন, এই পুরস্কার ফিলিপাইনের জন্য বিজয় এবং আমরা সবাই খুশি।

মারিয়া রেসা ফিলিপাইনভিত্তিক অনলাইন নিউজ ওয়েবসাইট র‍্যাপলার-এর সহ-প্রতিষ্ঠাতা। এর আগে তিনি মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় দুই দশক অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন।