৪৬ দেশের পর্যটকদের সুখবর দিলো থাইল্যান্ড

পর্যটনখ্যাত থাইল্যান্ড ভ্রমণে দুই ডোজ নেওয়া বিদেশি পর্যটকদের কোয়ারেন্টিন প্রয়োজন নেই। করোনার সংক্রমণ কম বিশ্বের এমন ৪৬ দেশের পর্যটকদের জন্য এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী ১ নভেম্বর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

কয়েক মাস আগেও করোনার থাবায় বিপর্যস্ত ছিল থাইল্যান্ড। সংক্রমণের লাগাম টানতে বিদেশিদের ভ্রমণে কড়াকরি আরোপ করা হয়। যদিও সংক্রমণের হার অনেকটাই কমে আসায় বিধিনিষেধে শিথিলতা আনছে থাইল্যান্ড। দেশটির বড় আয়ের অংশ আসে পর্যটক খাত থেকেই। কোভিডের ধাক্কা সামলাতে নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওঁচা জানান, কম ঝুঁকিপূর্ণ ৪৬ দেশের নাগরিকরা টিকার দুই ডোজ গ্রহণকারীরা কোয়ারেন্টিন ছাড়াই থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন।

এর আগে ১০ দেশের জন্য এই নিয়ম চালু করা হয়। দুই ডোজ করোনার টিকা নেওয়া থাকলে করোনার নেগেটিভ সনদপত্র দেখানো লাগবে বলেও জানান প্রধানমন্ত্রী।