ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পুতিন

ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থবহ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের আমন্ত্রণে গত ২২ অক্টোবর রাশিয়ার অবকাশ শহর সোচিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। পরে এই বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেন পুতিন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

নাফতালি বেনেত ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পুতিনের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক। সাড়ে পাঁচ ঘণ্টা ধরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা।

২৪ অক্টোবর রবিবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের আগে এ নিয়ে কথা বলেন নাফতালি বেনেত। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিনকে ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে ইতিবাচক মনে হয়েছে। সিরিয়া ও ইরানের ব্যাপারে তার সঙ্গে কথা হয়েছে।