আফগানিস্তানের প্রতিবেশীদের নিয়ে বৈঠক আহ্বান ইরানের

আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে বৈঠক আহ্বান করেছে ইরান। আগামী বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং রাজনৈতিক প্রতিনিধিরা এতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে তারা আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। তবে এই বৈঠকে তালেবানকে আমন্ত্রণ জানানো হয়নি।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ‘বৈঠকটির বিষয়ে আমরা অবগত আছি। এটি আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কিত। সেখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’

এদিকে ভারতও আফগানিস্তান ইস্যুতে আলোচনায় পাকিস্তানসহ পাঁচ দেশকে আমন্ত্রণ জানিয়েছে। মূলত আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে পাকিস্তান ছাড়া বাকি দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, ইরান ও তাজিকিস্তান। আগামী ১০ নভেম্বর ও ১১ নভেম্বর, দুই দিনের মধ্যে যে কোনও একদিন বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্র: টোলো নিউজ।