চীনের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা চায় না তাইওয়ান

চীনের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামতে চায় না তাইওয়ান। তবে তাদের নিজেদের প্রতিরক্ষা গড়ে তুলতে হবে এবং চাপের কাছে নতি স্বীকার করবে না। বৃহস্পতিবার পার্লামেন্টে এক প্রতিবেদনে এই অবস্থান তুলে ধরেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

গত বছর বেইজিং তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে সামরিক কর্মকাণ্ড জোরদার করার পর থেকেই উত্তেজনা শুরু হয়। তাইওয়ান চীনকে তাদের ভূখণ্ড এবং চীনও তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। চীনের শাসন মেনে নিতে তাইপেইকে রাজনৈতিক ও সামরিক চাপ দিয়ে আসছে বেইজিং।

চীন নিজেদের সামরিক কর্মসূচির আধুনিকায়ন করছে, নতুন এয়ারক্র্যাফট ক্যারিয়ার ও স্টিলথ যুদ্ধবিমান তৈরি করছে। তাইওয়ানও নিজেদের সামরিক ব্যয় বাড়াচ্ছে। বিশেষ করে নতুন ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন উন্নয়নে।

পার্লামেন্টে এক প্রতিবেদনে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালীর পরিস্থিতিকে গুরুতর ও অস্থিতিশীল বলে উল্লেখ করেছে। একই সঙ্গে চীনের কার্যকলাপকে উসকানি হিসেবে আখ্যায়িত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কমিউনিস্ট সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামবে না তাইওয়ান। কিন্তু চীনের কমিউনিস্টরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কখনোই চাপের কাছে নতি স্বীকার করব না।

এতে আরও বলা হয়েছে, চীন ও তাইওয়ানের মুখোমুখি অবস্থান স্বল্প মেয়াদে অবসান অসম্ভব।