চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে নিয়ে আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের বৈঠক

আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সিনিয়র কূটনীতিকদের নিয়ে ইসলামাবাদে পাকিস্তানের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আলোচনাকে পাকিস্তান ‘ট্রইকা প্লাস’ হিসেবে উল্লেখ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইসলামাবাদে অবস্থান করলেও এই বৈঠকে অংশগ্রহণ করেননি। তিনি দিনের শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সতর্ক করে জানান, আফগানিস্তান অর্থনৈতিক ধসের মুখে রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পশ্চিমা দাতাদের অর্থ ছাড় এবং মানবিক সহযোগিতা দেওয়া।

বুধবার চীন ও পাকিস্তানকে ছাড়াই আফগানিস্তান ইস্যুতে ভারতের উদ্যোগে আলোচনার পর পাকিস্তানে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে ১১ আগস্ট ট্রইকার সর্বশেষ বৈঠক কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছিল। রাশিয়ার উদ্যোগে মস্কোতে ১৯ অক্টোবর আরেকটি বৈঠক হলেও যুক্তরাষ্ট্র তাতে অংশগ্রহণ করেনি।