মুসলিম উগ্রপন্থা ঠেকাতে দাঁড়ি কাটা হলো ১৩ হাজার মানুষের

nonameসেন্ট্রাল এশিয়ার মুসলিম প্রধান দেশ তাজিকিস্তানে ‘বিদেশি’ প্রভাব ঠেকাতে ১৩ হাজার মানুষকে দাঁড়ি কাটতে বাধ্য করেছে দেশটির পুলিশ। এছাড়া প্রচলিত মুসলিম পোশাক বিক্রি বন্ধ করতে ১৬০টি দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক খবরে এ কথা জানা গেছে।

দক্ষিণ-পশ্চিম খাতলন অঞ্চলের পুলিশ প্রধান বাহরম শরিফজোদা বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, আইনশৃঙ্খলা বাহিনী ১ হাজার ৭০০ নারীকে হিজাব পরা থেকে বিরত রেখেছে।

উগ্রপন্থা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের মুসলিম চরমপন্থার সংস্কৃতি ঠেকাতে দেশটির ধর্মনিরপেক্ষ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বেসরকারি তথ্য মতে, প্রায় ২ হাজার তাজিক সিরিয়ায় যুদ্ধ করছেন।

গত সপ্তাহে দেশটির পার্লামেন্ট আরবি উচ্চারণে ‘বিদেশি’ নাম উচ্চারণ নিষিদ্ধ করেছে।

গত সেপ্টেম্বরে দেশটির সুপ্রিম কোর্ট নিবন্ধিত ইসলামিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে।

/এএ/