মিয়ানমারের জান্তার ওপরে হামলার মূল পরিকল্পনাকারী আটক

মিয়ানমারের জান্তা বাহিনী ও কর্মকর্তাদের ওপর হামলা চালানোর মূল পরিকল্পনাকারী মং কিয়াও-কে আটকের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এই সাবেক আইনপ্রণেতা ও হিপ-হপ শিল্পীকে একাধিক হামলার মাস্টার মাইন্ড উল্লেখ করেছে জান্তা সরকার।

শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াঙ্গুনের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয়েছে। কর্তব্যপরায়ণ নাগরিকদের সহযোগিতায় আটক করা তাকে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি ও এম-১৬ রাইফেলও উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি

জান্তা সরকারের দাবি, গত আগস্টে কমিউটার ট্রেনে হামলার ঘটনায় মং কিয়াও-এর সংশ্লিষ্টতা ছিল। ওই হামলায় পুলিশের পাঁচ সদস্য নিহত হন। এছাড়া দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর ওপর অনেক হামলার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তার। ২০০৮ সালেও বেশ কয়েকটি কারণে তাকে জেলে পাঠানো হয়।

গত ১ ফেব্রুয়ারিতে সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। এই সরকারের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ হচ্ছে। সামরিক সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। পরিস্থিতি অবনতি হতে থাকায় জান্তার বিরুদ্ধে অস্ত্র তুলেছেন বহু মানুষ। বেশ কয়েকটি সশস্ত্র জান্তা প্রতিরোধ দল গঠন করা হয়েছে।