যে কারণে টিকটকের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান

চাইনিজ ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। ‘অনৈতিক ও বেআইনি’ বিষয়বস্তু নিয়ন্ত্রণের আশ্বাসে শুক্রবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পাকিস্তানের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা-(পিটিএ)।

এক বিবৃতিতে পিটিএ’র পক্ষ থেকে বলা হয়েছে, অনৈতিক কনটেন্ট সরিয়ে নেওয়াসহ বেশ কিছু বিষয়ে টিকটকের শীর্ষ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। স্থানীয় আইন ও সামাজিক নিয়ম অনুযায়ী বেআইনি বিষয়বস্তু নিয়ন্ত্রণেরও আশ্বাস দেওয়া হয়েছে। পাকিস্তানের আইন এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী বেআইনি বিষয়বস্তু যাতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিতে চীনের এই ভিডিও প্ল্যাটফর্মটিকে নজরে রাখবে বলেও জানিয়েছে পিটিএ। 

একই অভিযোগে চলতি বছরের জুলাইয়ে টিকটকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় ইসলামাবাদ। এছাড়া গত মার্চে পেশওয়ারের উচ্চ আদালত এই অ্যাপটিতে নিষেধাজ্ঞা দেয়। যদিও এপ্রিলে তা প্রত্যাহার করা হয়।

প্ল্যাটফর্মটি জানিয়েছে, নির্দেশিকা লঙ্ঘনের জন্য গত এপ্রিল থেকে জুনের মধ্যে আট কোটির বেশি ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে। এরমধ্যে পাকিস্তানের প্রায় দশ লাখ ভিডিও ছিল।