১০ লাখ আফগান শিশু মৃত্যু ঝুঁকিতে: জাতিসংঘ

আফগানিস্তানের ৩০ লাখের বেশি শিশু অপুষ্টির সঙ্গে লড়াই করছে, কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এরমধ্যে ১০ লাখের বেশি শিশু মৃত্যুর মুখে পড়বে। এমন আশঙ্কা করে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল।

এ বিষয়ে অ্যাডভোকেসি এবং সিভিক এনগেজমেন্ট-এর চিফ অব কমিউনেকেশন স্যাম মর্ট বলেন, ‘এ বছর আফগানিস্তানে বিশ্ব শিশু দিবস পালন করেনি ইউনিসেফ। এই মুহূর্তে আফগানিস্তানে শিশু হওয়াটা কঠিন। দেশটিতে ১ কোটি ৪০ লাখ ক্ষুধার্ত। তিন লাখের বেশি অপুষ্টিতে ভুগছে। আর এদের মধ্যে ১০ লাখের বেশি শিশু গুরুতর অপুষ্টিতে ভোগায় মৃত্যু ঝুঁকিতে’।

শুধু তাই নয় সংঘাত কবলিত দেশটির হাজার হাজার শিশুকে বিপজ্জনক কাজ করাতে বাধ্য করা হচ্ছে। এদের মধ্যে ৯ বছর বয়সী সোনিয়া কাবুলের পথে জুতার কাজ করে। 

এই শিশু জানায়, ‘আমাদেরকে টাকা দেওয়ার মতো কেউ নেই। আমাদের কোনও আত্মীয় সাহায্য করে না। শুধু আমিই কাজ করি’।

২০ বছরের যুদ্ধে বাবাকে হারিয়েছে দশ বছর বয়সী আব্দুল রহমান। তার পরিবারের সাতজনের মধ্যে একমাত্র উপার্জকারী।
‘আমার বাবা যুদ্ধে শহীদ হয়েছেন। আমার ভাইয়েরা কাজ করতে পারে না। আমিই কাজ করছি’।

নাগরিক অধিকারকর্মীরা বলছেন, আফগানিস্তানে জরুরি সহায়তা না দেওয়া হলে শিশুদের পরিস্থিতি মারাত্মক আকার নেবে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা- ইউনিসেফ।

সূত্র: টোলো নিউজ