শরণার্থীদের এককভাবে সামাল দেওয়া সম্ভব নয়: ইরান

আফগান শরণার্থীদের সামাল দেওয়া তেহরানের একার পক্ষে সম্ভব নয়। সোমবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ।

আসন্ন শীতের আগে শরণার্থী পরিস্থিতি নিয়েও উদ্বেগের কথা জানান সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, শীতকালে আফগানিস্তানের কোনও কোনও স্থানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে দেশটির মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

ইরানের এই মুখপাত্র বলেন, তার দেশের সবগুলো ত্রাণ সংস্থা আসন্ন শীতে আফগান নাগরিকদের পাশে থাকবে।

তিনি বলেন, ইরান থেকে এরইমধ্যে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের জ্বালানি পাঠানো হয়েছে।

তেহরান গত চার দশকে ৪০ লাখেরও বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে জানিয়ে তিনি বলেন, যখন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাচ্ছে তখন ইরানের একার পক্ষে এই দায়িত্ব পালন করে যাওয়া সম্ভব নয়। সূত্র: পার্স টুডে।