আফগানিস্তানে যৌথ ইউরোপীয় মিশনের পরিকল্পনা জানালেন ম্যাক্রোঁ

আফগানিস্তানে একটি যৌথ কূটনৈতিক মিশন খোলার কথা বিবেচনা করছে কয়েকটি ইউরোপীয় দেশ। তবে এর মানে তালেবানকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়া নয়। কাতারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেন, রাষ্ট্রদূতরা কাবুলে ফেরার জন্য বিশেষ করে নিরাপত্তাসহ বেশ কিছু বিষয়ের সমাধান হওয়া প্রয়োজন।

আফগানিস্তানে শিগগিরই ইউরোপের কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। প্লেনভর্তি অর্থ নিয়ে পালিয়ে দেশ ছাড়েন যুক্তরাষ্ট্র সমর্থিত তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি। পরে একে একে পশ্চিমা কূটনীতিকরাও কাবুল ছাড়তে শুরু করেন।

শুক্রবার ফ্রান্স জানিয়েছে, কাতারের সহায়তায় আফগানিস্তান থেকে তিন শতাধিক মানুষকে সরিয়ে নিয়েছে তারা। এদের বেশিরভাগই আফগান নাগরিক। সূত্র: আল জাজিরা।